উত্তর গুজরা উচ্চ বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল - ১৯৬৮ খ্রিঃ


  • সভাপতির বার্তা


  • সভাপতির বাণী

    সম্মানীত অভিভাবক,

    আসসালামু আলাইকুম আমার।

    স্নেহের শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন । শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে মানব সন্তানকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সরকার বদ্ধ পরিকর। আমি দায়িত্ব পাওয়ার পর আপনাদের সহযোগিতায় অত্র বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন কল্পে কাজ করে যাচ্ছি। এছাড়া বিদ্যালয়ের ভৌত অবকাঠামো, আধুনিক কম্পিউটার ল্যাব, সুসজ্জিত ক্লাসরুম ও শিক্ষার স্বাস্থ্যসম্মত ও নিরিবিল পরিবেশ নিশ্চিত করণের চেষ্টায় সদা সচেষ্ট রয়েছি, যার প্রায় অধিকাংশই বাস্তবায়িত হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সংযোগ স্থাপনের মাধ্যমে বিদ্যালয়ের অনেক সমস্যা সমাধানে সক্ষম হয়েছি। বর্তমানে অত্র বিদ্যা- লয়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা বিদ্যমান।

    পরিকল্পিত উপায়ে পাঠদানের ফলে এবং আধুনিক কলা-কৌশল ইতোমধ্যে শ্রেণীকক্ষে প্রয়োগ হওয়ায় শিক্ষার গুণগত মান অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে পাঠদান ও অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য আগামীতে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে।

    স্বাধীন জাতি হিসাবে দেশ গঠনের দায়িত্ব আমাদের সকলের। সমাজে বিরাজমান বিবিধ সমস্যার সমাধান ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ার দায়িত্বও প্রত্যেকের। আর এজন্য প্রয়োজন যথাযথ শিক্ষা, কেননা সুশিক্ষা ছাড়া কোন জাতির মুক্তি বা উন্নতি সম্ভব নয়। তাই এ লক্ষ্যকে সামনে রেখে শিক্ষার্থীর শিখন ও শিক্ষণ ফলপ্রসূ করার লক্ষ্যে বিদ্যালয়ে সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক ক্লাসটেস্ট এর ব্যবস্থা করেছি। যেহেতু শিক্ষা হলো একটি ত্রিমূখী প্রক্রিয়া। তাই এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এর যৌথ সমন্বয় অপরিহার্য। সুতরাং প্রত্যেক অভিভাবককে বিদ্যালয়ের সাথে নিবিড় সম্পর্ক ও যোগাযোগ রক্ষায় আন্তরিক ও সচেষ্ট হতে হবে। প্রত্যেকে নিজ নিজ সন্তানের প্রতি অধিকতর যত্নবান হয়ে এ দিনলিপির সঠিক ব্যবহার ও প্রয়োগে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করলেই এ “দৈনিক পাঠ লিপিবদ্ধকরণ ডায়েরী” প্রকাশের উদ্যোগ সার্থক হবে। ইনশা আল্লাহ।

    পরিশেষে সকলের সুস্বাস্থ্য, বিদ্যালয়ে উত্তোরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ আমাদের সহায় হউন।

    মোঃ রোশাঙ্গীর আলম

    সভাপতি পরিচালনা পরিষদ উত্তর গুজরা উচ্চ বিদ্যালয়, রাউজান



  • কপিরাইট © 2024 উত্তর গুজরা উচ্চ বিদ্যালয় সমস্ত অধিকার সংরক্ষিত.
    ডেভেলপ করেছে  স্কিল বেসড আইটি