উত্তর গুজরা উচ্চ বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল - ১৯৬৮ খ্রিঃ


  • প্রধান শিক্ষকের বার্তা


  • প্রধান শিক্ষকের বক্তব্য

    সম্মানিত অভিভাবক

    আদাব / নমস্কার,

    এই ডায়েরী বিদ্যালয়ের প্রাত্যহিক কর্মসূচির নির্দেশনা। এটি শিক্ষার্থীদের পাঠ প্রস্তুতি, সহপাঠ প্রস্তুতি, সহপাঠ বিষয়ে অংশগ্রহণ, চরিত্র গঠন, দৈনন্দিন কার্য্য তৈরী বিষয়ে যেমন সহায়ক হবে, তেমনি এই ডায়েরীর মাধ্যমে সম্মানিত অভিভাবকেরা নিজ নিজ ছেলে-মেয়েদের/ পোষ্যদের, বিদ্যালয়ে উপস্থিতি, অনুপস্থিতি, পাঠে উন্নতি, অবনতি, জ্ঞানার্জনে, অনুসন্ধিৎসা, তার কর্মতৎপরতা, তাদের ভবিষ্যৎ লক্ষ্য ইত্যাদি সম্পর্কে সজাগ থাকতে সক্ষম হবেন। শিক্ষকেরা এর মাধ্যমে অভিভাবকের মূল্যবান পরামর্শ ও মতামত লাভে ছাত্র-ছাত্রীদের পাঠদানের ও তাদের জীবন গঠনে সঠিক ভূমিকা পালন করতে পারবেন। শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকের সমন্বিত প্রচেষ্ঠায় ছাত্র-ছাত্রীদের সাফল্য নিহিত এবং গড়ে উঠতে পারে এক সুন্দর গৌরবময় ভবিষ্যৎ। আসুন আমরা সবাই আমাদের সম্মিলিত প্রচেষ্ঠায় জাতির ভবিষ্যৎ আশা আকাঙ্খা ছাত্র-ছাত্রী সমাজকে সঠিক দিক নির্দেশনা প্রদান করে তাদেরকে সু-নাগরিক হিসেবে গড়ে তুলি। আমাদের পবিত্র দায়িত্ব পালনের মাধ্যমে তাদেরকে আদর্শ শিক্ষার্থীর দায়িত্ববোধ সম্পন্ন এবং নিবেদিত প্রাণ দেশপ্রেমিক সুনাগরিক হিসাবে গড়ে তুলি। সাথে সাথে আপনার প্রিয় এই শিক্ষা নিকেতনকে আরও সুন্দর, গৌরবময় ও আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে সঠিক সহযোগিতা প্রত্যাশা করছি।

    মানস কুমার দাশ গুপ্ত

    প্রধান শিক্ষক

    উত্তর গুজরা উচ্চ বিদ্যালয়, রাউজান



  • কপিরাইট © 2024 উত্তর গুজরা উচ্চ বিদ্যালয় সমস্ত অধিকার সংরক্ষিত.
    ডেভেলপ করেছে  স্কিল বেসড আইটি